গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৫ জুলাই বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলনের

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী ৫ জুলাই শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বাজেটের কারণে একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের উর্ধ্বগতি, অন্যদিকে গড়ে ৩২.৮ শতাংশ গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেশবাসীর উপর ‘মরার উপর খাঁড়ার ঘা’। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে পণ্যের দাম আরো লাগামহীন হয়ে উঠবে।

তিনি বলেন, গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানীগুলো লাভে থাকা সত্বেও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। সূত্রমতে, তিতাসে প্রতিমাসে সাড়ে ১২ শতাংশ গ্যাস চুরি হয়। সরকার তা বন্ধে কার্যকর ব্যবস্থা না করে এর দায় জনগণের উপর চাপিয়ে দিচ্ছে।

তিনি আরো বলেন, জরিপের তথ্য মতে, ঢাকার ৮৪ শতাংশ মানুষের মাসিক আয় ২০ হাজার টাকার নিচে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সরকারকে অবশ্যই এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। নইলে জনগণ রাস্তায় নেমে আসবে।

মন্তব্য করুন