ভিসা ছাড়া ইরানে সফর করতে পারবেন চীনা নাগরিকরা

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৯

ইরানে ভিসা ছাড়া সফর করার সুবিধা পাচ্ছেন চীনের নাগরিকরা। এ বিষয়ে ইরান সরকার নতুন একটি আইন পাস করেছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা পার্সটুডে। সেই আইন অনুযায়ী, ইরান সফরের ক্ষেত্রে চীনা পর্যটকদেরকে ভিসা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না। গতকাল (শনিবার) ইরানের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ কার্যালয় এক রিপোর্টে জানিয়েছে, গত ২৩ জুন ইরানি মন্ত্রিসভা এ আইন পাস করে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে পরামর্শ দেয়া হয়েছিল। সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে। ভিসামুক্ত সুবিধা দেয়ার পর ধারণা করা হচ্ছে- ইরানে চীনা ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন