
আফগানিস্তানের নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে হামলা চালিয়ে দেশটির কমপক্ষে ৮ নির্বাচন কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান। শনিবার রাতে জেলা পরিষদের ভেতরে এই হামলায় এ ঘটনা ঘটে।
দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) এর মুখপাত্র জাবিউলুল্লাহ সাদাত জানান, শনিবার রাতে দক্ষিণ কান্দাহার প্রদেশের মারুফ জেলার একটি কেন্দ্রে হামলা চালানোর জন্য তালেবানরা বিস্ফোরক ভর্তি যানবাহন ব্যবহার করেছিল। পুলিশের একজন মুখপাত্র বলেন, হামলায় কিছু নিরাপত্তা বাহিনীর কর্মীও নিহত হয় এবং জেলার সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এসময় তালেবান হামলায় কমিশনের ৮ কর্মকর্তা মারা গিয়েছে। তারা ভোটারদের নিবন্ধন করার জন্য জেলার সরকারি অফিসে অবস্থান করছিলেন। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আফগান তালেবান। এই সংগঠনটির মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেছেন, তালেবান যোদ্ধারা নির্বাচন কমিশনের ৮ কর্মকর্তাকে হত্যা করেছে।
আইএ/পাবলিক ভয়েস

