রিফাত হত্যা : সন্দেহভাজন সাইমুন আটক

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

বরগুনা সরকারি কলেজ রোডে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পটুয়াখালী থেকে কামরুল হাসান সাইমুন নামে এক আ.লীগ নেতার জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ জুন) রাতে পটুয়াখালী শহরের গালর্স স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাইমুন পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মান্নানের ছোট মেয়ে মিথিলা ফারজানার স্বামী। তবে ভিপি মান্নান সাইমুনকে জামাই হিসেবে স্বীকার করেন না। সাইমুন বরগুনার হাজারবিঘা এলাকার বাসিন্দা কাওসার মিয়ার ছেলে।

সাইমুন বরগুনা শহরের স্টেডিয়াম এলাকার কাওছার হোসেনের ছেলে। তিনি এলাকায় নয়ন বন্ড বাহিনীর সঙ্গে চলাফেরা করেন বলে স্বীকার করেছেন। সাইমুমকে বর্তমানে পটুয়াখালী সদর থানার হেফাজতে রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাইমুমকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে বরগুনা থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন