ভারতের হজ কোটা ১ লাখ ৭০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ করার ঘোষণা

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯
ফাইল ছবি

ভারতের হজ কোটা ১ লাখ ৭০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর ফলে প্রতি বছর আরও ৩০ হাজার ভারতীয় মুসলমান মক্কায় হজ করতে যেতে পারবেন।  এ সিদ্ধান্তের কথা জানানো হয় গতকাল শুক্রবার জাপানের ওসাকায় জি২০ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বিপক্ষীয় বৈঠক শেষে হওয়ার পর।

গত বছর থেকে ‘মেহরাম’ অর্থাৎ পুরুষসঙ্গী ছাড়া নারীদের হজে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত সরকার। ১ হাজার ৩০০ নারী এ সুবিধা পাবেন। লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ নিশ্চিতকরণ ও সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। দুই নেতা পর্যটন খাতের বিকাশে ফ্লাইটের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এ বছরের শেষের দিকে একটি আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ। নরেন্দ্র মোদি এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৪ জুলাই থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর (বিজি-৩০০১) একটি ফ্লাইট ওইদিন সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ-ফ্লাইট পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এবছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজ-যাত্রী, এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ ব্যালটি অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ্জ যাত্রী যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন