
জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে শনিবার বিন সালমানের সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প তাকে বলেন, ‘আপনি আকর্ষণীয় কাজ করেছেন’। এ ট্রাম্প সৌদির যুবরাজকে বন্ধু হিসেবে অভিহিত করেন। গত বছর ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে যুক্তরাষ্ট্র ভিত্তিক ভিন্নমতাবলম্বী সৌদি লেখক জামাল খাসোগিকে হত্যার ঘটনার পর বিন সালমান আন্তর্জাতিক চাপের মুখে পড়েন। যুবরাজের সঙ্গে সাক্ষাৎকালে এই সাংবাদিকের হত্যার বিষয়টি উত্থাপন করবেন কিনা সংবাদমাধ্যমের কর্মীদের এমন প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প।
জাতিসংঘের এক বিশেষজ্ঞের প্রতিবেদনে বলা হয়েছে, খাসোগিকে হত্যার পেছনে সৌদি আরবের হাত রয়েছে। যুবরাজ মোহাম্মাদ এ হত্যার ব্যাপারে অবশ্যই অবগত ছিলেন। প্রতিবেদনে এ মামলায় আনুষ্ঠানিক অপরাধ তদন্তের আহ্বান জানানো হয়। খাসোগিকে হত্যার ঘটনায় যুবরাজ জড়িত এমন সব দাবি রিয়াদ প্রত্যাখান করেছে। তাকে হত্যা করে টুকরো টুকরো করা হয়। সৌদি কর্তৃপক্ষ এটিকে একটি দুর্বৃত্তমূলক কাজ হিসেবে আখ্যায়িত করেছে।
আইএ/পাবলিক ভয়েস

