মুখোমুখি হবেন ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯
ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান।

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার ঘোষণা দেন। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়, আগামী ২০ জুলাই ৫ দিনের সফরে  মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন ইমরান খান। এই সফরে ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আমেরিকার সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

সরকারি সূত্রের বরাতে ডেইলি পাকিস্তানের সংবাদে বলা হয়, আমেরিকার সঙ্গে বৈঠককালে পাক-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এই সফরে ইমরান খান আফগান শান্তি প্রক্রিয়াসহ প্রধান সমস্যাগুলো নিয়েও আলোচনা করবেন। এটি ইমরানের প্রথম আমেরিকা সফর। এর আগে ইমরান খান এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টুইটে সংঘর্ষ হয়, যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

ডেইলি পাকিস্তান উর্দু থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন