
তেহরিক-ই-তালিবান ও জামাত-উল-আহারের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ৷ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তল্লাশি চালিয়ে এই ১০ জনকে গ্রেফতার করা হয়৷ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে পাক রেঞ্জার্স ও গোয়েন্দারা মিলে লাহোর থেকে ২০০ কিলোমিটার দুরে পাঞ্জাব প্রদেশের সিওয়ালের এক গ্রামে তল্লাশি চালায়৷ অপারেশন চলাকালীন গ্রাম থেকে কাউকে ঢুকতে ও বেরতো দেওয়া হয়নি৷
পাকিস্তান পুলিশের মুখপাত্র সে দেশের গণমাধ্যমকে জানায়, অপারেশন চলাকালীন ১০ জন সদস্যকে আটক করা হয়েছে৷ এরা তালিবান ও জামাত-উল-আহার গোষ্ঠীর সদস্য৷ গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৬ টি ৩০ বোরের পিস্তল, ৩টি ১২ বোরের রাইফেল, ১৯টি ১২ বোরের পিস্তল ও একটি ৭ এমএম রাইফেল উদ্ধার করা হয়েছে৷ এছাড়া ১১৬টি পুরনো মডেলের মোবাইল ফোন মিলেছে।
ধৃতদের সেখান থেকে অজ্ঞাত একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে তাদের জেরা করা হচ্ছে৷ পুলিশের মুখপাত্র জানান, আটককৃতরা সবাই তেহরিক-ই-তালিবান ও জামাত-উল-আহারের সদস্য৷
আইএ/পাবলিক ভয়েস

