খুলনায় হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ২৮ জনকে গ্রেফতার

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম আজ বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ২ ঘন্টা গোপন সংবাদের ভিত্তিতে হোটেল অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে।

খুলনা সদর থানাধীন সাত রাস্তার মোড় এলাকার হোটেল টাইটান, পুরাতন ফেরীঘাট মোড় এলাকার হোটেল সঙ্গীতা এবং আপার যশোর রোডের হোটেল স্বপ্নপুরী ও হোটেল নুর আইয়ান থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে হোটেল টাইটানের ম্যানেজার সৈয়দ পান্না, মোঃ সাইফুল, মোঃ শাকিল, মোঃ শামীম, মোঃ আজহারুল ইসলাম আরিফ, মোঃ রুমান শেখ, মোঃ ওমর, মোঃ রাজু, কানিজ ফাতেমা, আমেনা আক্তার তন্নি, মোছাঃ শারমিন আক্তার, মোসাঃ ফরিদা, মোসাঃ মুক্তা, ফাতেমা খাতুন, মৌসুমী হোটেলের ম্যানেজার আলী হায়দার, মোঃ সেলিম, মিঠু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সজল শেখ, ফাহমিদা আক্তার, আবুল কালাম, ময়না বেগম, জিসান শেখ, মোঃ রুম্মান হোসেন, লুমান তাবাসসুম, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ বকুল হোসেন, মোসাঃ নাছরিন আক্তার।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেছে।

মন্তব্য করুন