পাকিস্তানে লাইভ অনুষ্ঠানেই সাংবাদিক পেটালেন নেতা (ভিডিও)

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আলোচনার আসরে সঞ্চালক ছিলেন সাংবাদিক আফতাব মুঘেরি। এই অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিক, করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা মসরুর আলি সিয়াল।

ভিডিয়োয় ধরা পড়েছে, দু’জনের মধ্যে কথা কাটাকাটি মাঝে রাগের বশে ইমতিয়াজ খানকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলেই দেন পিটিআই-এর নেতা মসরুর আলি। মসরুর আলির নাগাড়ে চড়-থাপ্পড়ে বেসামাল হয়ে পড়েন অনুষ্ঠানের ইমতিয়াজ খান। এর পর অনুষ্ঠানের বাকি অতিথিদের চেষ্টায় দু’জনের হাতাহাতি থামে। এরপর পুনরায় তাদের আলোচনায় বসতে দেখা গেছে।

এই ভিডিয়োটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নজিরবিহীন এই ঘটনায় টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের এক সমর্থক। এই ঘটনার জন্য তিনি কড়া ভাষায় দলীয় নেতা মসরুর আলি সিয়াল ও করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারানের নিন্দা করেছেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন