
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রাণালয় এক বিবৃতিতে বলেছে, যেসব দেশ নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা মার্কিন আধিপত্যবাদের বিরোধীতা করছে তাদের বিরুদ্ধে বিদ্বেষী নীতি অবলম্বনের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে এ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সেইসঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আট শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছেন।
ওই আট কর্মকর্তার মধ্যে রয়েছেন আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি, আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিযাদে এবং আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর।
আমেরিকার এ বিদ্বেষপূর্ণ নীতিকে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন আধিপত্যবাদ মোকাবেলায় ইরানি জনগণ এবং নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করছে সিরিয়া। এছাড়া, আমেরিকার এ শত্রুতামূলক পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও জানায় দামেস্ক।
ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও তেহরানকে নতজানু করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার ধারাবাহিক টুইটার পোস্টে তার এ ক্ষোভ উগড়ে দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বহুবার ইরানি জনগণকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করলেও এখন তার মুখ থেকে ইরানি জনগণের জন্য সহানুভূতি উথলে উঠেছে। নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানি জনগণের জন্য খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্য আমদানিতে বাধা দেয়ার কথা চেপে গিয়ে ট্রাম্প তার টুইটার পোস্টে আরো লিখেছেন, ইরানি জনগণ বিনা অপরাধে কষ্ট পাচ্ছে।
ট্রাম্প তার এক টুইটার পোস্টে বাগাড়ম্বর করে লিখেছেন, ভালো ও সহানুভূতিশীল কথা ইরানি নেতৃবৃন্দের পছন্দ নয় তারা বরং শক্তি ও বলপ্রয়োগের ভাষা ভালো বোঝেন। ইরানের আকাশসীমা লঙ্ঘনকারী মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প হুমকি দেন, আমেরিকার রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং এই বাহিনীর পেছনে গত দুই বছরে দেড় ট্রিলিয়ন ডলার অর্থ খরচ করা হয়েছে।
সূত্র: পার্সটুডে
আইএ/পাবলিক ভয়েস

