
ভারতের ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করল স্থানীয় উগ্রপন্থী হিন্দুরা। চোর অপবাদ দিয়ে তাকে পেটানো হয়। জোর করে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলতে বাধ্য করা হয় ওই যুবককে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, চোর অপবাদ দিয়ে ওই মুসলিম যুবককে টানা ১৮ ঘণ্টা ধরে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয় উগ্রপন্থীরা। পরবর্তীতে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়।
গতকাল শনিবার মারা যান ২৪ বছরের তাবরেজ আনসারি। ঝাড়খণ্ডের খারসাওয়ানের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি তাবরেজকে একটি কাঠের লাঠি দিয়ে নৃশংসভাবে পেটাচ্ছেন। ছেড়ে দেওয়ার জন্য ওই মুসলিম যুবক হাতজোড় করে আকুতি জানালে তাতেও মন গলেনি ওই ব্যক্তির।
জোর করে তাবরেজকে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হনুমান’ বলতেও বাধ্য করা হয়।
পরবর্তীতে চুরির অভিযোগে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু ঘটে তাবরেজের।
এদিকে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত পাপ্পু মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, পুনেতে দিনমজুরের কাজ করতেন তাবরেজ। ঈদে পরিবারের সঙ্গে কাটাতে তিনি গ্রামে গিয়েছিলেন। সেই সময়ই তার বিয়ের আয়োজন করেছিল পরিবার।
জিআরএস/পাবলিক ভয়েস

