মরহুম আইনুদ্দীন আল রহ. স্মরণে সাংস্কৃতিক জোটের আলোচনা সভা কাল

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

ইসলামী সংগীতের স্বপ্নদ্রষ্টা ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন “কলরব” এর প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদ রহ. এর স্মরণে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সম্মিলিত প্লাটফর্ম “ইসলামী সাংস্কৃতিক জোট”।

২৪ জুন সোমবার বিকাল ৩ টায় গুলিস্তানস্থ খন্দকার কনভেনশন সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

এ ছাড়াও আরও অনেক গুনিজনরা সভার আলোচক হিসেবে উপস্থিত থাকবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে

প্রসঙ্গত : বাংলাদেশে ইসলামী সংগীতের এই প্রাণপুরুষ মাওলানা আঈনুদ্দীন আল আজাদ রহ. ২০১০ সালের ১৮ জুন শুক্রবার সকাল আনুমানিক ৬ টায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে নাটোরের লালপুরে এক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানা যায়। দুর্ঘটনায় ট্রাকের আঘাতে তাকে বহন করা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

মরহুম আঈনুদ্দিন আল আজাদ ইসলামী সংগীতে ব্যাতিক্রমী ধারার প্রবর্তন করে জনমনে জায়গা করে নিয়েছিলেন। তার গাওয়া ইসলামী সংগীতের মূর্ছণায় মানুষ ইসলামী সংগীতের দিকে ঝুকেছেন ব্যাপকহারে।

তিনি একজন সফল সংগীতশিল্পীর পাশাপাশি একজন দক্ষ সংগঠকও ছিলেন। চরমোনাইর মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করীম রহ. প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা ছিলো। তিনি এ সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতিও হয়েছিলেন। পাশাপাশি শেষ জীবনে তিনি ইসলামী আলোচনা বা ওয়াজের ময়দানেও বেশ শক্ত জায়গা দখল করে নিয়েছিলেন। কিন্তু অল্প সময় তিনি জনমনে জায়গা করে নিয়ে মৃত্যুপথযাত্রী হয়েছিলেন।

মরহুম আঈনুদ্দীন আল আজাদ মৃত্যুপূর্বে দুই সন্তান ও স্ত্রী পরিজনসহ অসংখ্য গুনাগ্রহী ও ভক্ত অনুরক্ত রেখে গিয়েছিলেন।

মন্তব্য করুন