মার্কিন নওমুসলিমের জানাজায় মানুষের ঢল

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৯

আমেরিকান নাগরিক সারান্দ সিমোনা (৬০)। ইসলাম ধর্ম গ্রহণ করার নয় দিন পর ইন্তেকাল করেন মার্কিন এই নওমুসলিম নারী। খবর খালিজ টাইমসের।

খবরে বলা হয়, অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সারান্দ সিমোনা। আর এই কান্সারের কারণেই মৃত্যু হল তার। সারান্দ স্বামীসহ কুয়েতে বসবাস করতেন। কুয়েতে স্বীমী ছাড়া সারান্দর কোনো অত্মীয় ছিল না কিন্তু তার জানাজার নামাজে বহু মুসলিম জড়ো হয়। তাদের সবাইকে সারান্দর স্বামী ধন্যবাদ জানান।

কুয়েতি সংবাদ মাধ্যমে আল-রাই’র বরাত দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সারান্দের স্বামী জন লরিস ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এর ৯ দিন পর গত ১০ জুন সারান্দ সিমোনাও  ইসলাম গ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সেনা ক্যাম্পে কাজ করতেন।

 কুয়েতে মারা যাওয়ার ৯ দিন আগে সারান্দ ইসলাম গ্রহণের সার্টিফিকেট পান।

আইএ/আবলিক ভয়েস

মন্তব্য করুন