মার্কিন হুমকির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে: ইরান

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন ইসলামি ইরানের সীমানা লঙ্ঘনের কোনো অনুমতি কাউকে দেওয়া হবে না।

তিনি বলেন, তার দেশের সীমান্তে আমেরিকার কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে যে পাল্টা জবাবই আসুক না কেন তার পরোয়া তেহরান করে না।

একটি মার্কিন গোয়েন্দা ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পর ইরানের ওপর হামলার নির্দেশ তিনি স্থগিত করেছেন যে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর আব্বাস মুসভি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা পার্সটুডে।

ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি আসলে তা প্রতিরোধ করার জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তত আছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমাদের সিদ্ধান্ত ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর আটকে থাকবে না। ইরানের সীমানা লঙ্ঘন করা হলে আমরা তা শক্তহাতে প্রতিরোধ করবো। সেখানে হুমকি থাকুক আর না থাকুক।”

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত বৃহস্পতিবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন ড্রোন ‘আরকিউ-৪এ গ্লোবাল হক ভূপাতিত করে।

এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তিনটি স্থানে হামলার নির্দেশ দেয়া হয়েছিল এবং হামলা চালালে এসব স্থানে ১৫০ জন ইরানি নাগরিক নিহত হতো কিন্তু হামলার চালানোর ১০ মিনিট আগে তিনি সে নির্দেশ বাতিল করেন।এরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো।

আইএ/পাবরিক ভয়েস

মন্তব্য করুন