জয় শ্রীরাম নয়, নিজ কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার নির্দেশ মমতার

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

বিজেপির দেওয়া ‘জয় শ্রী রাম’ স্লোগানকে কেন্দ্র করে পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেজাজ হারানোর কথা সকলেই জানেন।

নিজের যাত্রাপথে এই স্লোগানকারীদের উদ্দেশ্যে কটু কথাও বলেছিলেন মমতা। আর মমতা যত রুষ্ট হয়েছে ততই ঝাঁজ বেড়েছে ‘জয় শ্রী রাম’ স্লোগানের।

যদিও দিদি ফেসবুকে বলেছেন এই স্লোগানে তার কোন আপত্তি নেই, তবে ধর্ম ও রাজনীতিতে মিশিয়ে যেভাবে অশান্তি পাকাচ্ছে তা নিয়ে তার আপত্তি রয়েছে।

বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগানের জায়গায় দলীয় কর্মীদের ‘জয় বাংলা,’ ও ‘জয় হিন্দ’ স্লোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ব্যনার্জি।

দিদির সেই নির্দেশ মেনে দলের ছোট-বড় নেতা থেকে শুরু করে দলীয় কর্মী-সমর্থকরা সেই স্লোগান দিচ্ছেন। আর সেই ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে এখন বিতর্ক তুঙ্গে।

সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল-অনেকেই এই স্লোগানকে প্রতিবেশী বাংলাদেশের স্লোগান বলেও মন্তব্য করেছেন।

ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে ভারতের মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় দাবি করেন ‘জয় বাংলা স্লোগান জড়িয়ে রয়েছে বাংলাদেশের সাথে।

বাঙালিরা যে কেউ এই স্লোগান দিতে পারেন। এই স্লোগান কারও নিজস্ব নয়; এমন একটা প্রচার করা হচ্ছে। কিন্তু আসল ঘটনা বোধ হয় তা নয়। এই স্লোগান ইচ্ছাকৃত দেশদ্রোহিতা।

এর ফলে প্রতারিত হচ্ছে জাতীয়তাবাদ।’ দুই দিন আগেই সংসদে শপথ নিতে গিয়ে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারসহ সাংসদরা যেভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন সেই প্রশ্ন তুলেই তথাগতের এই মন্তব্য।

ফেসবুকে তথাগত রায়ের এই মন্তব্যের পাল্টা জবাবে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেছেন তথাগত রায় নিজের রাজ্য নিয়ে মোটেও গর্ববোধ করেন না।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন