
দক্ষিণ কোরিয়ান ভিডিও গেম কোম্পানি ‘অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল’ নির্মিত পাবজি গেম হারাম ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার আঁচেহ প্রদেশের ওলামা কাউন্সিল।
এর আগে ইরাক, নেপাল ও ভারতের গুজরাট রাজ্যে বাস্তব জীবনে সহিংসতার আশঙ্কায় গেমটি নিষিদ্ধ করা হয়েছিলো।
অনলাইন গেম ‘পাবজি’ নিয়ে ইতোমধ্যে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। গেমটি ইসলাম অবমাননা করে এবং খেলোয়াড়দের সহিংস করে তোলে এমন অভিযোগ তুলে এটিকে ‘হারাম’ বলে ঘোষণা দিয়েছে ওলামা কাউন্সিল।
গত বুধবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার আঁচে প্রদেশের ওলামা কাউন্সিল এই ফতোয়া জারি করেন। ফতোয়া জারির পাশাপাশি গেমটি নিষিদ্ধ করার জন্য তারা স্থানীয় সরকারকেও আবেদন জানিয়েছে। এছাড়া এই ফতোয়া অন্য কয়েকটি গেমের ওপরও জারি করা হয়েছে। তবে সেগুলোর নাম প্রকাশ করেনি ওলামা কাউন্সিল।
আচেঁহ ওলামা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলী বলেন, আমাদের ফতোয়াতে বলা হয়েছে, পাবজি ও এ ধরনের গেম হারাম। কারণ, এগুলো সহিংসতা ছড়ায় এবং মানুষের আচরণে পরিবর্তন আনে। এটি (পাবজি) ইসলামকে অবমাননা করে।
উল্লেখ্য, মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় একমাত্র আঁচেহ প্রদেশে ইসলামি শরীয়া আইন কার্যকর আছে।

