
ইয়েমেনি বাহিনীর পাল্টা ড্রোন হামলার মুখে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিজান প্রদেশের বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে।
গতকাল জিজান বিমানবন্দরে ড্রোন হামলা করেছিল ইয়েমেন।
কাসিফ-২কে চালকহীন দিয়ে চালানো এ হামলায় কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি।
এরপরই বিমান বন্দরটির তৎপরতা বন্ধ করে দেয়া হয় এবং তা এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে আল মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্ক।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে সৌদি আরব।
কিন্তু নতুন করে পাল্টা ড্রোন হামলা চালানোর মধ্য দিয়ে ইয়েমেন নিজের শক্তিমত্তার পরিচয় দিল যা আগ্রাসী সৌদি আরবে জন্য দুঃস্বপ্ন ডেকে আনবে।
আইএ/পাবলিক ভয়েস

