সদরঘাটে নৌকাডুবি, নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় দু’টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাসেল বলেন, নৌকাডুবিতে নিখোঁজ থাকা দু’টি শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে পাঁচ বছর বয়সী মেয়ে শিশুর নাম নুসরাত। আট বছর বয়সী ছেলে শিশুটির নাম জানা যায়নি।

এর আগে, সকাল ৭টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে।

সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ রিদেন বলেন, সদরঘাটে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ হন। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। আমাদের দু’টি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন