২০ লাখ টাকা ঘুষ নেওয়ার কথা স্বীকার ইন্টারপোলের সাবেক প্রধানের

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

দুই মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেওয়ার কথা স্বীকার করলেন ইন্টারপোলের সাবেক প্রধান মেং হংওয়েই।

গতকাল বৃহস্পতিবার বেইজিং’র তিয়ানজিন ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস্ কোর্টে শুনানির সময় এ কথা স্বীকার করেন মেং।

আদালত জানিয়েছে, এই মামলার রায়দানের দিন পরে ঘোষণা করা হবে।

২০১৬ সালে ইন্টারপোলের প্রধান পদে নিযুক্ত হন মেং। তিনি প্রথম কোনো চীনা নাগরিক যে ইন্টারপোলের প্রধান হয়েছিলেন।

আদালত জানিয়েছে, ২০০৫-২০১৭ সাল পর্যন্ত পুলিশের উচ্চপদে কাজ করার সময় এবং পরে ইন্টারপোলের প্রধান হয়ে নিজের পদাধিকার ব্যবহার করে অনেক কোম্পানি এবং ঘনিষ্ঠদের অবৈধ সুবিধা পাইয়ে দিয়েছিলেন মেং।

তাদের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন দুই মিলিয়ন মার্কিন ডলার বা ১৪ মিলিয়ন ইউয়ান।

চীনের জনসুরক্ষা মন্ত্রালয়ের উপমন্ত্রীও হয়েছিলেন ৬৫ বছরের এই সাবেক পুলিশ কর্মকর্তা।

গত সেপ্টেম্বরে চীন থেকে ফ্রান্স যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়ে যান। তার কিছু পরে চীন সরকার তাকে ঘুষ নেওয়ার অভিযোগে আটক করে।

গত অক্টোবরে ইন্টারপোলের প্রধানের পদ থেকে ইস্তফা দেন মেং।

তার বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং সংগঠনের নিয়মভঙ্গের অভিযোগ ওঠায় এবছরের মার্চেই তাকে দল থেকে বহিষ্কার করেছে চীনের কমিউনিস্ট পার্টি।

তার স্ত্রী এবং দুই সন্তান গত মে মাস থেকে রাজনৈতিক শরণার্থী হিসেবে ফ্রান্সেই আছেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন