
ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে। কুলুতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মৃত্যু হয় কমপক্ষে ১৫ জন যাত্রীর, আহত হন বেশ কয়েকজন। খবর এনডিটিভির।
ভারতের হিমাচল প্রদেশে পাহাড়ি পথে চলার সময়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই সক্রিয় হয় স্থানীয় প্রশাসন। চলছে উদ্ধারকাজ।
জানা গেছে, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি হিমাচল প্রদেশের বানজার থেকে গাড়াগুসানি যাচ্ছিল।
এএনআই সূত্রে জানা যায়, বাসটি যাত্রীবোঝাই হওয়ার পাশাপাশি বাসের ছাদেও বেশ কিছু মানুষজন বসেছিলেন।
অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ঐ দুর্ঘটনা নাকি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় তা এখনও স্পষ্ট নয়। বাসটি বানজার থেকে গাড়াগুসানি যাওয়ার পথেই ঐ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
টেলিভিশনের ছবিতে সবুজ রঙের বাসটি দুমড়ে মুচড়ে পড়ে আছে এমনটাই দেখা গেছে।
জানা গেছে, প্রায় ৫০০ ফুট নীচে পড়ে যায় ঐ বাসটি, যার জেরেই এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছ।
আইএ/পাবলিক ভয়েস

