প্রতীকী ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল বুধবার (১৯ জুন) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটকের সময় তাদের কাছ থেকে ২৫২০ পিস ইয়াবা, ১৫২ বোতল ফেনসিডিল, ২৪ ক্যান বিয়ার, ৬৫০ গ্রাম হেরোইন ও ১ কেজি ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

