
রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমায় ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ চুক্তি স্থগিতের বিষয়ে একটি বিল পাস হয়েছে।
স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা ও রাশিয়া এ চুক্তি সই করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এর জবাবে রুশ সংসদ বিলটি পাস করল।
গত ৩০ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুমায় এ বিল জমা দেন এবং আলোচনা পর্যালোচনা শেষে গতকাল (মঙ্গলবার) বিলটি ভোটাভুটিতে দেয়া হয়।
বিলের পক্ষে ভোট পড়ে ৪১৭টি এবং একজন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জোর দিয়ে বলেন, এ বিল পাসের ফলে রাশিয়া আইএনএফ চুক্তি স্থগিত করতে পারবে; বাতিল করবে না।
দুমার স্পিকার ভাইয়াচেস্লাভ ভোলোদিন বলেন, রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষার জন্য এ বিল পাস করা হয়েছে।
মার্কিন সরকার একতরফাভাবে চুক্তিটি স্থগিত করে পুরো বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন বলেও তিনি মন্তব্য করেন।
বিলটি আইনে পরিণত হলে রুশ সংসদের উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলে পাস হতে হবে।
আইএ/পাবলিক ভয়েস

