যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৯
ফাইল ফটো :

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনুস সরকার (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী মিরহাজারিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ইউনুস সরকার কুমিল্লা দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের দিলু সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে মিরহাজিরবাগ মধ্য পাড়া এলাকায় থাকতেন।

নিহতের ভাগিনা আনিসুর রহমান জানান, ইউনুসের মিরহাজিরবাগ বাইতুল আমান জামে মসজিদের নিচতলায় মুদি দোকান ছিলো। গতকাল মঙ্গলবার রাতে তিনি দোকানেই ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ইউনুসের মরদেহ ঢামেক মর্গে রাখা রয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন