
কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
১৯ জুন সকাল ৮.২৩ মিনিট নাগাদ মোদী ট্যুইট করে লেখেন, ‘Best wishes to Shri @RahulGandhi on his birthday. May he be blessed with good health and a long life.’
কংগ্রেস প্রধানের জন্মদিনে দলের পক্ষ থেকেও বুধবার সকালে একটি ট্যুইট করা হয়, যেখানে রাহুল গান্ধী দেশবাসীকে কতটা অনুপ্রাণিত করেছেন তাই ব্যক্ত করা হয়৷
১৯৭০ সালের ১৯ জুন রাহুল গান্ধীর জন্ম৷ ২০০৪ সালে প্রথমবার আমেঠি থেকে সাংসদ হয়েছিলেন তিনি এবং ২০০৯, ২০১৪ -তেও আমেঠি থেকেই জয়ী হয়েছিলেন রাহুল৷
যদিও ২০১৯-এ তার হার হয়৷ তবে কেরলের ওয়ানাড় থেকে তিনি নির্বাচনে জয়ী হন৷
আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে টেক্কা দিয়ে এগিয়ে যান৷ ২০১৪ সালে নির্বাচনী ক্যাম্পেনে নেতৃত্বে দিয়েছিলেন, এবং ২০১৯-এ দলের প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচনে ভূমিকা পালন করেন৷
২০১৪-তে কংগ্রেস ৪৪টি আসন এবং ২০১৯-এ ৫২টি আসন পায়৷
লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফলে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন রাহুল গান্ধী৷
কিন্তু দলে তাতে রাজি হয়নি৷ এরপরে রাহুল গান্ধী একমাসের সময় দেন যাতে নতুন অন্য কাওকে এই পদের দায়িত্ব দেওয়া যায়৷
আইএ/পাকলিক ভয়েস

