
জাপানে নতুন একটি কোম্পানি খোলা হয়েছে। নাম ‘ফ্যামিলি রোমান্স’। অন্য কোম্পানিগুলোচেয়ে অনেকটাই ভিন্ন জাপানের এই কোম্পানিটি। এখান থেকে জাপানে পিতা ও বন্ধু ভাড়া নেওয়া যায়। ভাড়া নেওয়া যায় ছেলে অথবা নাতিও।
এই কোম্পানির মালিক ইউচি ইশি। তিনি এখন ২৫টি পরিবারে ৩৫ জন সন্তানের ‘পিতা’ কিন্তু তাদের একজনও তার নিজের পরিবারের নয়।
বিবিসির সংবাদে বলা হয়, জাপানে প্রতি বছর দুই লাখ বিবাহ বিচ্ছেদ হয়। আর এই বিবাহ বিচ্ছেদের কারণে অনেক পরিবারে পিতা বা মাতার প্রয়োজন হয়।
এই কোম্পানি থেকে বর্তমানে ৩০ ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে। এই সেবার জন্যে একজন ক্লায়েন্টকে প্রতি চার ঘণ্টায় ১৮০ ডলার দিতে হয়। সাথে আছে পরিবহন ভাড়া ও খাবার দাবার।
বর্তমানে এই কোম্পানিতে কর্মীর সংখ্যা ২,২০০। তাদের কাজ হলো যেসব পরিবার ভেঙ্গে গেছে সেসব পরিবারে পিতা, মাতা, ভাই বোন, কাজিন, চাচা মামা, খালা ফুপু, দাদা দাদী নানা নানীসহ বিভিন্ন আত্মীয়ের ভূমিকায় দায়িত্ব পালন করে বলে বিবিসিকে জানিয়েছে কোম্পানিটির উদ্যোক্ততা ইশি।
আইএ/পাবলিক ভয়েস

