তুরস্কের সামরিক বাহিনীর ১২৮ সদস্যকে গ্রেফতারের নির্দেশ এরদোগানের

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

তুরস্কের সামরিক বাহিনীর ১২৮ জন সদস্যকে আটকের নির্দেশ দিয়েছে তুর্কি সরকার। এসব ব্যক্তির সঙ্গে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সম্পর্ক রয়েছে বলে আংকারা সরকার দাবি করছে।

২০১৬ সালের জুলাই মাসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা চালানো হয়। এরদোগান বলে আসছেন, ফতেহ উল্লাহ গুলেনের নির্দেশে ওই অভ্যুত্থান প্রচেষ্টা চলে। তবে গুলেন তা সবসময় অস্বীকার করেছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু আজ (মঙ্গলবার) জানিয়েছে, উপকূলীয় প্রদেশ ইজমিরে অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেয়া প্রায় অর্ধেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ। তুর্কি সরকার আরো ৩০টি প্রদেশ থেকে এভাবে সেনা সদস্যদের খুঁজে খুঁজে আটক করেছে।

২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের সময় তুর্কি সেনাবাহিনীর একটি অংশ দেশের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয় এবং এরদোগান সরকার আর দায়িত্বে নেই বলে জানায়। কিন্তু কিছুক্ষণ পরই এ প্রচেষ্টা বানচাল হয়ে যায়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন