
মঙ্গলবার (১৮জুন) সকালের দিকে কাশ্মীরের অনন্তনাগ জেলায় শুরু হয়েছে স্বাধিনতাকামী এবং আর্মিদের গুলির লড়াই। সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কলকাতা নিউজ।
ওই প্রতিবেদন অনুযায়ী, এদিন ভোর চারতড়ে পর থেকেই স্বাধিনতাকামীদের সঙ্গে শুরু হয় গোলাগুলি। তবে ঠিক এলাকায় বা কোন অবস্থায় ওই গুলির লড়াই শুরু হয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
সোমবার সকালেই সেনা-স্বাধিনতাকামীদের গুলির লড়াইয়ে পরিস্থিতি উত্তপ্ত হয় জম্মু-কাশ্মীরের অনন্তনাগ৷ আর্মি মেজর এই এনকাউন্টার পর্বে নিহত হন এবং এক স্বাধিনতাকামী নিহত হয়েছে বলেও জানা গিয়েছে৷
এর আগে গত ১২ জুন অনন্তনাগে সিআরপিএফ-স্বাধিনতাকামীদের গুলির লড়াইয়ে ৫ নিহত হন৷
কয়েক ঘণ্টার ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর৷ অনন্তনাগের পর পুলওয়ামাতে সেনা কনভয়ের উপর হামলা স্বাধিনতাকামীদের৷ বিস্ফোরণের সাহায্যে কনভয়ের একটি গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তারা৷ এতে একজন সেনা আহত হন।
আইএ/পাবলিক ভয়েস

