পুনরায় বন্ধ পাকিস্তানের আকাশসীমা

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯

ভারত সীমান্ত-ঘেঁষা পাকিস্তানি আকাশসীমা এখনও উন্মুক্ত করছে না ইসলামাবাদ। পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটির তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮ জুন পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে।

অর্থাত্‍‌ আরও এক দফায় পাক আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ল। নরেন্দ্র মোদির জন্য আকাশপথ খুলে দেওয়ার কথা জানিয়েছিল ইসলামাবাদ। মোদি সেই প্রস্তাবে সাড়া দেননি।

উল্লেখ্য, পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে জইশঘাঁটি ধ্বংসে ভারতীয় বিমান বাহিনী বালাকোট অভিযান চালিয়েছিল গত ফেব্রুয়ারিতে।

তারপর থেকেই পাকিস্তানের আকাশ তড়িঘড়ি বন্ধ হয়ে যায়। সেই থেকে পাকিস্তানের আকাশপথ বন্ধ রয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন