মুখ্যমন্ত্রীর ‘বহিরাগত’ মন্তব্যে গণইস্তফার সিদ্ধান্ত ৬৭ ডাক্তারের

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯

ভারতের  সিউড়ি সদর হাসপাতালে বন্ধ হয়ে গেল চিকিৎসা পরিষেবা। নজিরবিহীনভাবে একসঙ্গে ৬৭ জন চিকিৎসক গণইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

তাদের দাবি, এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বহিরাগত বলে অপমানিত করেছেন মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত।

বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে গণইস্তফা দেওয়ার পথে চিকিৎসকরা। তার জেরে রাত থেকে লাটে উঠল স্বাস্থ্য পরিষেবা। আতান্তরে পড়েছেন রোগীরা।

সিউড়ি সদর হাসপাতালে শুধু বীরভূমেই নয়, আশেপাশের জেলার রোগীরাও ভর্তি হন। কিন্তু ডাক্তার না থাকলে চিকিৎসা হবে কীভাবে? হাসপাতালের ৬৭ জন চিকিৎসক গণইস্তফার সিদ্ধান্ত নিলেন।

তাদের সঙ্গে বারবার বৈঠক করে সিদ্ধান্ত থেকে বিরত থাকার আবেদন করেন হাসপাতাল সুপার। কিন্তু চিকিৎসকরা নিজেদের সিদ্ধান্তে এখনও পর্যন্ত অনড়। আগামিকাল সকালেই ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন তারা।

সূত্র: জি নিউজ

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন