সৌদিতে প্রথমবারের মতো দুবাইভিত্তিক নাইটক্লাব: প্রবেশের বয়সসীমা ১৮

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

সৌদি আরবের শহর জেদ্দায় প্রথমবারের মতো খুলছে নাইট ক্লাবটি৷ দুবাইভিত্তিক নাইটক্লাব ‘হোয়াইট’ তাদের এই ফ্র্যাঞ্চাইজিটি শুরু করছে৷ এখানে অ্যালকোহল পাওয়া যাবে না৷

‘হোয়াইট’-এর দুবাই ও বৈরুতের অন্য দুই নাইটক্লাবে  অ্যালকোহল বিক্রি করা হয়৷ তবে সৌদি আরবে যেহেতু মদ বিক্রি নিষিদ্ধ, তাই জেদ্দার শাখাটিতেও মদ নিষিদ্ধ থাকবে৷

তাদের ফেসবুক পেজে এ নিয়ে পোস্টও দেওয়া হয়েছে, যেখানে জেদ্দার ওয়াটারফ্রন্টে বৃহস্পতিবার উদ্বোধনী একটি অনুষ্ঠানের কথা বলা হয়েছে৷ এই অনুষ্ঠানে উপস্থিত হতে হলে ১৮ বছরের বেশি বয়স হতে হবে৷

সৌদি আরবে ইসলামের অনেক বিধানের ব্যাপারে শক্ত অবস্থানে থাকলেও সম্প্রতি বেশ কিছু সামাজিক ইস্যুতে শিথিলতা দেখা গেছে৷ বিশেষ করে নারীদের স্বাধীনতা দেবার ব্যাপারে আগের চেয়ে কিছুটা উদার হয়েছে৷

এ অবস্থায় এই নাইটক্লাবটি খোলার ঘোষণায় রীতিমত সাড়া পড়ে গেছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট, ভিডিও, ট্রল দেখা যাচ্ছে৷

অনেকেই এর সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকেই কঠোর সমালোচনা করেছেন৷ দুবাইভিত্তিক নিউজ পোর্টাল স্টেপফিড এই খবর প্রকাশ করেছে৷ তারা বলছে যে, এই ক্লাবে নারী পুরুষ সবাই যেতে পারবেন৷

সূত্র: ডয়চে ভেলে

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন