

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপকে আবারও অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা কোনো কাজে আসে নি এবং মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা শেষ হয়ে গেছে।
প্রেসিডেন্ট রুহানি গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে বলেন, তেহরানের বিরুদ্ধে আমেরিকার নজিরবিহীন নিষেধাজ্ঞা এবং ঐতিহাসিক চাপ এক বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও ইরানের সার্বিক অবস্থা খুবই ভালো।
ইরান সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রুহানি বলেন, অন্যরা ইরানের শক্তি ও ক্ষমতার বিষয়টি স্বীকার করছে এবং তারা জানে তাদের মিত্র আমেরিকা ভুল পথ অনুসরণ করছে।
এটা অত্যন্ত গুুরুত্বপূণ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা ভুল পথে পা বাড়িয়েছে এবং যারা ইরানের ইতিহাস সম্পর্কে অবহিত তারা জানে সর্বোচ্চ চাপ ইরানি জাতির ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে শত্রুদেরকে তাদের ভুল স্বীকারে বাধ্য করবে এবং শত্রুরা যুক্তি ও ন্যায়ের পথে ফিরে আসবে।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি কাঙ্খিত পথে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে রুহানি বলেন, ইরানি জাতির প্রতিরোধ ও দৃঢ়তা শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।
সূত্র: পার্সটুডে
আইএ/পাবলিক ভয়েস