

গত ২৮ মার্চ ২০১৯ ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও সোশ্যাল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আজিমুল হক বাবুল এবং গত ৩ জুন ২০১৯ ওমানের অপর ব্যবসায়ী ওমানের সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য শাহজাহানকে নিয়ে জনপ্রিয় অনলাইন পোর্টাল “পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম”-এ পৃথক পৃথক দুটি সংবাদ ছাপা হয়।
যে সংবাদ দুটি মূলত পাবলিক ভয়েসের ওমান প্রতিনিধি কর্তৃক নিউজরুমে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়। প্রতিনিধির করা সংবাদগুলো স্বাভাবিকভাবে প্রতিনিধির ব্যক্তিগত অথরিটির ওপরই করা হয়ে থাকে। সকল গণমাধ্যমই এমনভাবেই সংবাদ পরিবেশন করেন।
সংবাদ দুটি প্রকাশের পর প্রবাসে এবং দেশে এ নিয়ে খুব হইচই হয়। এমনকি আইন শৃঙ্খলাবাহিনীও পাবলিক ভয়েসের সংবাদের সূত্র ধরে তাদের ব্যাপারে অনুসন্ধানে নামেন। যে সব কারণে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখিন হচ্ছেন বলে আমরা জানতে পারি। এর মধ্যে গত ৩ জুন ২০১৯ তারিখে ওমানের ব্যবসায়ী শাহজাহানের বিরুদ্ধে করা সংবাদটির ব্যাপারে তিনি ৬ জুন পাবলিক ভয়েসের মেইলে প্রতিবাদ পাঠিয়ে সবকিছু অবগত করেন। এরপর আমরা অন্য মাধ্যমে আরও জানতে পারি সংবাদের সাথে সংশ্লিষ্ঠ ব্যক্তি দু’জন ওমানের সম্মানিত ব্যক্তি ও ব্যবসায়ী। অতঃপর সরেজমিনে বিষয়টি আমরা যাচাই করার প্রয়োজন অনুভব করি। অনুসন্ধানে প্রমাণ পাই যে, নিউজ দুটি সত্য-মিথ্যার মিশ্রণ ও অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিত। প্রবাসে দেশের বিভিন্ন গ্রুপ ও সংগঠনের পারস্পরিক মতনৈক্যের কারণে বা বিভিন্ন ব্যক্তি আক্রোশের কারণে এসব সংবাদ দেশের নিউজ মাধ্যমগুলোতে পাঠানো হয়ে থাকে। আর যেহেতু প্রবাসের সংবাদ তাই প্রতিনিধির ওপর ভরসা করেই সংবাদ পরিবেশন করা হয়ে থাকে।
এসব কিছু বিবেচনায় পাবলিক ভয়েসের নিজস্ব অনুসন্ধানপূর্বক সংবাদ দুটি পাবলিক ভয়েসের ওয়েবসাইট থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাবলিক ভয়েসের ওমান প্রতিনিধির ব্যাপারে সম্পাদনা পরিষদের বৈঠকপূর্বক যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সেই সাথে সাথে যে দুইজন সম্মানী ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের কাছে পাবলিক ভয়েসের নিউজরুম প্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে।
–নির্বাহী সম্পাদক।
পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম।