বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের উদ্যোগ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ৬, ২০১৯

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি রিপোর্ট ২০১৮’ প্রতিবেদনে এ উদ্যোগের কথা জানানো হয়।

দেশের ১১তম সাধারণ নির্বাচনের ‘কিছু কিছু ঘটনা’ নিয়েও আপত্তি জানিয়েছে দেশটি। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৮ সালে বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্র খর্ব হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের সুরক্ষার দুর্বলতা এবং বাক স্বাধীনতার ওপর চাপ নিয়ে আমরা উদ্বিগ্ন। এসব বিষয় নিয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছি।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বাক স্বাধীনতা আরো সংকুচিত হওয়ার অভিযোগ বেড়েছে বলেও তাদের প্রতিবেদনে বলা হয়েছে। এসবের পাশাপাশি বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

তবে ওই প্রতিবেদনে শরণার্থী বিষয়ক প্রশ্নে বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাজ্য। রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ আগের থেকে উন্নত হয়েছে বলে জানানো হয়

/এসএস

মন্তব্য করুন