
বাংলায় বক্তৃতা শুরুর পর উর্দুতে তিনি বৃষ্টি দেখিয়ে বলেন, মাসব্যাপী রোজার পর এটা মুসলমানদের জন্য আল্লাহর আশির্বাদ।
আন্তর্জাতিক ডেস্ক ঈদগাহে হাজির হয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের মতো বুধবার ভারতে ঈদুল ফিতর উদযাপন হয়। মুসলমানদের ধর্মীয় উৎসবের অন্যতম পালনীয় হল ঈদের নামাজ।
এ দিন কলকাতার রেড রোডে ঈদগাহে উপস্থিত হয়ে মুসলমান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা বিনিময়ের ছবি মমতা তার ফেইসবুক ও টুইটার পাতায় নিজেই দিয়েছেন।
সেখানে বক্তব্যও দেন মমতা। বাংলায় বক্তৃতা শুরুর পর উর্দুতে তিনি বৃষ্টি দেখিয়ে বলেন, মাসব্যাপী রোজার পর এটা মুসলমানদের জন্য আল্লাহর আশির্বাদ।
মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, সকলকে জানাই খুশীর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি-এটাই হোক আমাদের মন্ত্র।
কয়েকদিন আগে রোজায় কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন আয়োজিত ইফতার অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মমতা।
মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে মুসলমানদের তোষণের অভিযোগ করে আসছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি।
এক সময় পশ্চিমবঙ্গে মুসলমানদের বেশিরভাগ ভোট বামফ্রন্টের বাক্সে পড়লেও এখন তা নিয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস।
কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে তাদের অবস্থান মজবুত করছে। এবার লোকসভা নির্বাচনে দেড় ডজন আসনে জিতে রাজ্যে দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে।

