স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছে মার্কিন নৌবাহিনী!

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৯
ইনসেটে জন ম্যাককেইন ও তার নামে নামকরণ করা যুদ্ধ জাহাজ

জন ম্যাককেইন মূলত ভিয়েতনাম যুদ্ধ ফেরত একজন সাবেক সেনা কর্মকর্তা। আলোচিত ‍যুদ্ধজাহাজটি তার নামেই নামকরণ করা হয়েছে।২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে বারাক ওবামার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।


স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অনুরোধ ফেলে দিয়েছে দেশটির নৌবাহিনী। বিস্ময়কর এখবরটি প্রকাশ করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

ট্রাম্প অনুরোধ জানিয়েছিলেন তার জাপান সফরের সময় ‘ইউএসএস জন ম্যাককেইনকে’ তার দৃষ্টিসীমার বাইরে রাখার। কিন্তু তার এ অনুরোধ রাখেনি নৌবাহিনী। খবরে বলা হয়েছে, ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করে নৌবাহিনী ওই জাহাজটি না সরিয়ে স্বাভাবিক অবস্থানেই রেখেছিলো।

মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেছে যে, তারা প্রেসিডেন্টের পক্ষ থেকে ওই অনুরোধ পেয়েছিল; তবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

মার্কিন নৌবাহিনীর তথ্য বিভাগের প্রধান কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল চার্লি ব্রাউন এক বিবৃতিতে বলেন, মার্কিন নৌবাহিনীকে যুদ্ধজাহাজ ‘জন ম্যাককেইনকে’ প্রেসিডেন্টের দৃষ্টিসীমার বাইরে রাখার অনুরোধ করা হয়। কিন্তু সব জাহাজকেই স্বাভাবিক কনফিগারেশনে রাখা হয়।

জন ম্যাককেইন মূলত ভিয়েতনাম যুদ্ধ ফেরত একজন সাবেক সেনা কর্মকর্তা।আলোচিত ‍যুদ্ধজাহাজটি তার নামেই নামকরণ করা হয়েছে। ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে বারাক ওবামার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

/এসএস

মন্তব্য করুন