
আন্তর্জাতি ডেস্ক: ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির ওয়েব সাইটে ঝুলছে গরুর মাংসের ৬ রেসিপি। পেজের উপরে লেখা রয়েছে- বিফ লিডারস। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদিকে বলা হয়েছে বিফ লিডার তথা গরুর নেতা।
হুম বিস্ময়ের হলেও এমনটিই ঘটেছে। তবে সত্য হলেও এটা বিজেপির কেউ করেনি। মূলত হ্যাকাররা বিজেপির ওয়েবসাইট হ্যাক করে এই কাণ্ড ঘটিয়েছে।
বিষয়টি প্রথমে নজরে আনেন ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক ইলিয়ট এল্ডারসন। তিনি এক টুইটে লিখেন ‘আগে জানতাম না বিজেপি মানে বিফ জনতা পার্টি। তিনি আরো লিখেন, ‘ডিয়ার @BJP4India আপনাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এবার ওয়েবসাইট রিস্টোর করতে কতদিন লাগবে?’।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই ডাউন হয় যায় ওয়েবসাইটটি। এরপর দিল্লি বিজেপির ওয়েবসাইটকে বিজেপি ইন্ডিয়া ওয়েবসাইটে রি-ডাইরেক্ট করে দেওয়া হয়।
ভোটের আগেও বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল এবং অনেকদিন ওয়েবসাইট ডাউন ছিল। তখন অবশ্য কোনো মাংসের ছবি দেখা যায়নি।
/এসএস

