আফগানিস্তানে মার্কিন সেনাদের গাড়িবহরে বোমা হামলা, নিহত ৪

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সেনাদের গাড়িবহরে বোমা হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দেশটিতে মোতায়েন চারজন মার্কিন সেনা। শুক্রবারের এ হামলা নিয়ে গত দুই দিনে দেশটিতে দুটি হামলার ঘটনা ঘটলো।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান।

তবে বৃহস্পতিবার কাবুলের একটি সামরিক অ্যাকাডেমির বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেই হামলায় অন্তত ৬ জন নিহত ও ১৬ জন আহত হন। বিস্তারিত কিছু জানাতে পারেনি রয়টার্স।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা কমান্ডের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, মার্কিন সেনাদের একটি গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবারের এ হামলায় আহত চার সেনার অবস্থা আশঙ্কামুক্ত।

তবে তিনি এ হামলা নিয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গাড়ি বোমা হামলার ঘটনাটি ঘটে শহরের পূর্বে দিকে অবস্থিত জালালাবাদ নামক সড়কে। ওই এলাকাটি শহরের বেশ ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত।

হামলার পর গোটা এলাকায় ধেয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের কারণে বিভিন্ন বস্তু আকাশে উড়তে থাকে। গোটা সড়ক যেন আবর্জনার স্তুপে পরিণত হয়। বছরজুড়ে এই শহরের নিয়মিতই হামলার ঘটনা ঘটে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন