
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সুন্দা প্রণালীতে উপকূলীয় এলাকায় প্রচ- শক্তিশালী সুনামি আঘাত হেনেছে। এতে অন্তত ৪৮ জন মারা গেছে ও ৫৮৪ জনের বেশি আহত হয়েছে।
জানা গেছে, ৪৩০টি বাড়িঘর ও বিপুল সংখ্যক ভবন ধ্বংস হয়ে গেছে। ক্রাকাতাউ চাইল্ড আগ্নেগিরিতে অগ্নুৎপাতের কারণে সুনামি সৃষ্টি হয়েছে বলে রোববার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখাপাত্র সুতোপো পুরো নুগরোহো জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানায়, ক্রাকাতাউ চাইল্ড আগ্নেয়গিরিটির অগ্নুৎপাতের ফলে সমুদ্র তলদেশে ভূমিধসের সৃষ্টি করেছে বলেই ধারণা করা হচ্ছে। এর ফলে শক্তিশালী সুনামির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ২৭ মিনিটে সুনামিটি আঘাত হানে।
সংস্থাটির প্রধান দুইকোরিতা কারনাওয়াতি বলেন, ক্রাকাতাউ চাইল্ড আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণেই এই সুনামির সৃষ্টি হয়েছে।
সুনামিটি পান্ডেগল্যাং ও সেরাং জেলাসহ উপকূলীয় সুন্দা প্রণালী এলাকায় আঘাত হানে।
জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান কর্মকর্তা এনডাং পারমানা বলেন, পান্ডেগল্যান্ড জেলায় সুনামির উচ্চতা ছিল চার থেকে পাঁচ মিটার উঁচু। এখানে অন্তত ১৭ জনের মৃত্যু ও বিপুল সংখ্যক লোক নিখোঁজ ও অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছে।
লামপুং সেলাতান জেলার কেতুত সুকারতা জেলার, ‘এই সুনামিতে ১শ’র বেশি ভবন ধসে গেছে। আমরা এখন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মানুষকে উদ্ধার ও পানির তোড়ে ভেসে যাওয়া মানুষকে সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’