কাবুলে ফের ভয়াবহ বোমা বিস্ফোরণ

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯

কাবুলে আজ সকালে ফের বিস্ফোরণে ঘটনা ঘটেছে ৷ জানা গেছে কাবুলের পুল-ই-চারখির কাছে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণ হয়৷ এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কাদের হাত রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি৷

এদিকে এর একদিন আগেই, রাজধানী কাবুলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের পাশে প্রবল এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভরতি করা হয়৷

আফগান সরকারের এক আধিকারিক জানিয়েছেন, কাবুলের মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে হামলাকারী নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

ক্যাডেটরা বিশ্ববিদ্যালয়টি থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটানো হয়। এই বিশ্ববিদ্যালয়টি আফগানিস্তানের প্রধান আধিকারিকদের প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে একটি। ওই ঘটনার দায় এখন কোনো দল স্বীকার করেনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন