
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ করলেন নরেন্দ্র মোদি। তাকে শপথ পাঠ করান দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মোদির শপথগ্রহণের কথা নিশ্চিত করে। এর আগে ৬টা ৫৮ মিনিটে মোদি ও বিজেপি নেতারা রাষ্ট্রপতি ভবনে পৌঁছান।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রাষ্ট্রপতি ভবনে বিশ্বনেতা, বিশিষ্টজন, রাজনীতিক, সেলিব্রিটি ও শিল্পপতিসহ আট হাজার অতিথির উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন ৫০ জনের বেশি মন্ত্রী।
মোদি যখন শপথগ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে যান, তখন উপস্থিত অতিথিরা ‘মোদি, মোদি, বলে স্লোগান দেন।
দেশটির ১৭তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় ধরনের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দলটির প্রেসিডেন্ট অমিত শাহ প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকারে যোগদান করলেন।
তিনি সম্ভব দেশটির মন্ত্রীসভার শীর্ষ চারটি মন্ত্রণালয়ের একটির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে এনডিটিভি। তিনি গত দুই দশকে তিনি প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে কাছের মানুষের পরিণত হয়েছেন।
আইএ/পাবলিক ভয়েস

