

আফগানিস্তানের রাজধানী শহরের পশ্চিম অংশে অবস্থিত একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের বাহিরে একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটনা ঘটায় বলে জানিয়েছে আফগান পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তারা। এতে ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন।
আজ বৃহস্পতিবার ভয়াবহ এ ঘটনা ঘটানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হামলাকারি ব্যক্তি আফগানিস্তানের অন্যতম সামরিক প্রশিক্ষণ কেন্দ্র মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন এবং তৎক্ষণাৎ তিনি বোমার বিস্ফোরণ ঘটান।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই কর্মকর্তা আরও জানান, সামরিক ক্যাডেটরা কলেজ ত্যাগের সময় বিস্ফোরণ ঘটলে ছয় ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরও ছয় জন আহত হন। এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করে নি।
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার মাঝেই আফগান নিরাপত্তা বাহিনীর ওপর তালেবান হামলা চালাচ্ছে খবরে বলা হয়েছে।
মার্কিন প্রধান আলোচক জালমাই খালিলজাদ তালেবানকে অস্ত্র ত্যাগের যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে এ গোষ্ঠীটি।
আইএ/পাবলিক ভয়েস