মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন রাহুল-সোনিয়া

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

প্রধানমন্ত্রী হিসেবে আজ (বৃহস্পতিবার) শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী। 

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে হবে শপথ অনুষ্ঠান। সেখানেই মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী।

গতকাল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, মোদির শপথ অনুষ্ঠানে যাবেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংহ।

এবারের নির্বাচনে রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদির একে অপরকে কটাক্ষ করে নানান মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদি রাজীবের বাবা ও ভারতের তিনবারের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও আক্রমণ করেন।

রাহুল মোদির রুচি আর শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। এতসব ঘটনার পর কেমন হবে দুজনের সাক্ষাৎ তা নিয়ে জোর কল্পনা চলছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন