ট্রম্পের জামাতার জর্দানে সফরের বিরুদ্ধে ধর্মঘট করছে জনগণ

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

মার্কিন প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনারের সফরের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করেছে জর্দানের জনগণ।

আজ (বুধবার) রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের সামনে এ ধর্মঘট পালিত হয়েছে। জারেড কুশনারের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছে।

মরক্কো সফর শেষে এই প্রতিনিধিদল জর্দানে যাবে। এরপর তারা ইহুদিবাদী ইসরাইল সফর করবে। ফিলিস্তিনের স্বার্থবিরোধী ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বাস্তবায়নের অংশ হিসেবে আগামী মাসে বাহরাইনে যে সম্মেলন আয়োজন করা হয়েছে তার প্রতি সমর্থন আদায় করাই তাদের এ সফরের উদ্দেশ্য।

ফিলিস্তিনিরা ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে ওই সম্মেলনে অংশ না নিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিযোগাযোগ বন্ধ ঘোষণা করে বলেছেন, ট্রাম্প ইসরাইলের পক্ষে কাজ করছে।

আগামী মাসে অনুষ্ঠেয় বাহরাইন সম্মেলনে ট্রাম্পের জামাতা জারেড কুশনার ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র অর্থনীতি সংক্রান্ত অংশটি প্রকাশ করবেন বলে কথা রয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন