
বিজেপি জয়লাভের পর থেকেই ভারতের বিভিন্ন স্থান থেকে একের পর এক মুসলিমদের ওপর নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। এবার বোরকা না খোলায় লখনৌয়ে এক নারীকে মেট্রোয় উঠতে দেওয়া হয়নি। এসময় হেনস্থার শিকারও হয়েছেন ওই নারী।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লখনৌ মেট্রোতে ওঠার সময়ে একই পরিবারের পাঁচ মহিলাকে বোরকা খুলতে বলা হয়।সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায় মেট্রোয় উঠতে বাধা দেওয়া হয়।
মঙ্গলবার মাইওয়াইয়া স্টেশন থেকে তারা মেট্রোয় উঠতে গেলে ঘটনা ঘটে।
ভূক্তভোগি মহিলারা জানিয়েছেন, নিরাপত্তারক্ষী চাইলে কোনো মহিলাকে সার্চ করতে পারেন, কিন্তু বোরখা খোলার প্রশ্নই ওঠে না।
সেই সময়ে স্টেশনে কোনো মহিলা নিরাপত্তারক্ষী না থাকায় মেট্রোয় ওঠার অনুমতি দেওয়া হয়নি। এরপর তারা টিকিটের টাকা ফেরত নিয়ে চলে আসেন।
পরিবারের মহিলাদের থেকে এই অভিজ্ঞতা শুনে লখনৌ মেট্রো রেল কর্পোরেশনকে লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের প্রধান মাজ আহমেদ।
লখনৌ মেট্রোর জনসংযোগ কর্মকর্তা পুষ্পা বেলানি জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সেদিন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আইএ/পাবলিক ভয়েস