
ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা আমেরিকার ওহাইও প্রদেশ। টর্নেডোর পর সেখানে এখনও পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে অন্তত ৫০ লাখের বেশি মানুষ। আমেরিকার জাতীয় আবহাওয়া সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে কলকাতা নিউজ।
আবহাওয়া সার্ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার গভীর রাতে ডেটন শহরে টর্নেডো তাণ্ডব চালিয়েছে। এতে বহু সংখ্যক ঘর-বাড়ি ভেঙে পড়েছে। বেশ কয়েকটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়া, বহু গাছ-পালা উপড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ঝড়ের তাণ্ডবে অবশ্য কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
আবহাওয়া আধিকারিকরা জানিয়েছেন, ঝড়ের প্রভাবে ওহাইও অঙ্গরাজ্যে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ফলে সবাইকে সাবধানে থাকার কথা বলা হয়েছে।
অন্যদিকে, ডেটন শহরের সরকারি টুইটার পেজে বলা হয়েছে, শহরে উদ্ধার ও ধ্বংসস্তুপ পরিষ্কার করার কাজ চলছে। ফলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে বেশ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
মন্টগোমারি কাউন্টির আধিকারিকরা জানিয়েছেন, ভেঙে পড়া ঘরবাড়ির ভিতরে বেশ কয়েকজন আটকে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্যাসের সমস্ত কানেকশন বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে এই নিয়ে আমেরিকার মধ্যবর্তী এলাকায় মোট তিনবার টর্নেডো আঘাত হানলো। বারবার সাইক্লোনের আঘাতে কার্যত বিপর্যস্ত সেখানকার মানুষের জীবন।
আইএ/পাবলিক ভয়েস

