

জাতীয় সাংস্কৃতিক সংগঠন “কলরব”র নির্বাহী পরিচালক ও জাগরণী সংগীতে মরহুম আঈনুদ্দিন আল আজাদের প্রতিচ্ছবি জনপ্রিয় সংগীত শিল্পী সাঈদ আহমাদের নতুন সংগীত “রুখো দাজ্জাল” রিলিজ হয়েছে।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল “হলিটিউনে” আজ রাত ১০.০০ টায় সংগীতটি রিলিজ হয়েছে। রিলিজের সাথে সাথেই হাজার হাজার সংগীতপ্রেমী হুমড়ি খেয়ে পড়েছে সংগীতটি শুনতে।
শ্রুতিমধুর শব্দগাঁথুনী ও জাগরণের আহবান নিয়ে নির্মিত “রুখো দাজ্জাল” শিরোনামে এ ভিডিও সংগীতটি ইতিমধ্যেই দর্শক গ্রহণ করে নিয়েছেন। ইসলামী সংগীতের জয়গান গাইতে এসব “জাগরণী সংগীত”র চাহিদা সবার কাছে।
শ্রুতিমধুর এ সংগীতটি সূর করেছেন সাঈদ আহমাদ নিজেই। লিরিকও লিখেছেন তিনি। গেয়েছেন কলরবের সিনিয়র শিল্পীরা। সাঈদ আহমেদের সাথে আরও ছিলেন কলরবের যুগ্ম নির্বাহী সম্পাদক ও হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান, কলরবের সিনিয়র শিল্পী ইয়াসিন হায়দার, আরিফ আরিয়ান, ওমর আবদুল্লাহ, মাহফুজ আলম, আবির হাসান, ইমরানুল ফারহান।
সংগীতটির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে কলরবের পরিচালক রশিদ আহমেদ ফেরদাউসকে এবং নির্মানে সহযোগীতায় ছিলেন গন্ধরাজ রিয়েল এস্টেটের প্রজেক্ট ডিরেক্টর আকন সিরাজুল ইসলাম।
উল্লেখ্য : সাঈদ আহমাদ কলরবের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। তার কন্ঠে গাওয়া জাগরণী সংগীতগুলো দর্শক চাহিদার শীর্ষে থাকে। কিন্তু বিভিন্ন ব্যস্ততা ও কাজের কারণে তিনি নিয়মিত সংগীত গাইতে পারেন না। দীর্ঘ বিরতির পর তিনি “রুখো দাজ্জাল” নিয়ে এলেন। আশা করা হচ্ছে সংগীতটি দর্শক চাহিদা পূরণে সক্ষম হবে।
সংগীতটির লিরিকে শব্দের গাঁথুনী ছিলো শ্রুতিমধুর।
লিরিকটি সংযোজন করে দেওয়া হলো;
কই মাহদীর সৈন্যরা গর্জে ওঠো
শহীদি তামান্না বুকে নিয়ে
সুফিয়ানা মতবাদ রুখতে হলে
এখন থেকেই থাকো তৈরী হয়ে।
আসছে কেয়ামত রুখতে মুসিবত
হাঁকছে আজান বিলাল
আসবেই মহাকাল…
রুখতে হবে দাজ্জাল!
মুমিন বলবে এসে ঈমান নিয়ে বুকে
নিশ্চিত তুই দাজ্জাল…।
কই মাহদীর সৈন্যরা গর্জে ওঠো
শহীদি তামান্না বুকে নিয়ে
সুফিয়ানী মতবাদ রুখতে হলে
এখন থেকেই থাকো তৈরী হয়ে।
আসবেই মহাকাল,
রুখতে হবে দাজ্জাল।
যার একহাতে থাকবে জান্নাত।
একহাতে থাকবে জাহান্নাম।
মানুষকে বলবে ডেকে ডেকে
আমিইতো তোমাদের খোদা মহান
যার দিলে থাকবে ইমান
হবেনাতো সে বেঈমান।
মুমীন বলবে তাকে ঈমান নিয়ে বুকে
নিশ্চিত তুই দাজ্জাল।
আজ বিশ্বের চারিদিকে মুমীন মরছে ধুকে
একটু কি দিলে দয়া হয় না
ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে এখনোতো সময় হলোনা
মুমীনেরা হয়ে যাবে মাজলুম
গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম
পদে পদে আসবে মসিবত
চারিদিকে পড়বে পাপের ধুম।
মুর্খরা গড়বে সমাজ
উঠে যাবে ইলম ও লাজ।
আসছে কেয়ামত রুখতে মসিবত
হাকছে আযান বেলাল।
সংগীতটির ভিডিও দেখুন :