রাজধানীতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯
প্রতীকী ছবি

রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র বর্মন জানান, মানিকনগর আনন্দধারা ব্রিজের পাশে একটি খাল থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও গেঞ্জি।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই সুশীল।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন