

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় আইসিটি আইনে করা মামলায় সোনাগাজী মডেল থানার ওসি (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেনের। ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি এখন কোথায় তা বলতে পারছেন না কেউ।
সোনাগাজী থেকে ১০ এপ্রিল তাকে প্রত্যাহারের পর রংপুর রেঞ্জে বদলি করা হয়। ৮ মে তাকে সাময়িকভাবে বরখাস্তের পর গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। কিন্তু এখন তিনি কোথায় আছেন সেই তথ্য নেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।
জানা যায়, সর্বশেষ শনিবার রংপুরে তাকে অফিস করতে দেখা গেছে। এরপর তিনি ঢাকা যান। ঢাকায় যাওয়ার পর থেকে তিনি লাপাত্তা।
রংপুরে তিনি শহরের পুলিশ লাইনে থাকতেন। তবে তার সঙ্গে পরিবারের কোনো সদস্য থাকত না।
রংপুর ডিআইজি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, দুদিন (শনিবার) আগেও সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুরে দেখা গেছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সম্ভবত গা ঢাকা দিয়েছেন তিনি।
গতকাল সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।
গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, রংপুরে রেঞ্জে সংযুক্তির আদেশ দেওয়ার পর কয়েক দিন আগে মোয়াজ্জেম হোসেন যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে তলব করায় তিনি শনিবার ঢাকায় যান ।
রংপুর মহানগর পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেনের মুঠোফোনে বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
জিআরএস/পাবলিক ভয়েস