কঙ্গোতে নৌকা ডুবিতে ৩০ জনের প্রাণহানি, নিখোঁজ ২০০

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর মাই অ্যানডোম্বে লেকে একটি নৌকা ডুবে ৩০ জনের প্রাণহানি হয়েছে। আর নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০০ জন।

আজ সোমবার (২৭ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, গত শনিবার (২৫ মে) ৪০০ জন যাত্রী নিয়ে নৌকাটি মাই অ্যানডোম্বে প্রদেশের ইনোঙ্গো থেকে বোলিয়াঙ্গওয়ার দিকে যাচ্ছিল। এর মধ্যে নৌকাটি ডুবে গেলে ৩০ জনের প্রাণহানি হয়। ঘটনাস্থল থেকে ১৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও কমপক্ষে ২০০ জন নিখোঁজ রয়েছেন।

নৌকাটি ডোবার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এটি ডুবে গেছে।

কঙ্গোতে সড়ক পথে যাতায়াতের ব্যবস্থা ভালো না হওয়ায় নৌপথেই যাত্রা করে থাকেন দেশটির জনগণ। ফলে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে প্রাণহানি এড়াতে নৌপথে চলাচলকারীদের লাইফ জ্যাকেট পরিধান করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। এর আগে গত মাসেও দেশটির কিভু লেকে দু’টি নৌ দুর্ঘটনায় ১৬৭ জনের প্রাণহানি হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন